Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআরবিসি ব্যাংক ও বঙ্গ বিল্ডিংয়ের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৯

ঢাকা: পুঁজিরবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডিমঅ্যাবল, ফ্লোটিং রেট, সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া বঙ্গ বিল্ডিং ম্যাটিরিয়ালস লিমিটেডের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল, সিকিউরড, ফুল্লি রিডিমঅ্যাবল, অ্যাসেট ব্যাকড সুকুকের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।

বিজ্ঞাপন

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিএসইসির ৮৪০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক: বন্ডটির ৫০০ কোটি টাকা রেঞ্জ ওব কুপন রেট ৭ শতাংশ থেকে ৯ শতাংশ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য এক কোটি টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের টায়ার-২ ক্যাপিটাল বেজ শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি এবং ম্যানডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসার্স লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া ওই বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এ অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়েছে।

অন্যদিকে, বঙ্গ বিল্ডিং ম্যাটিরিয়ালস লিমিটেডের ৩০০ কোটি টাকার নন-কনভার্টেবল, সিকিউরড, ফুল্লি রিডিমঅ্যাবল, অ্যাসেট ব্যাকড সুকুকের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। শুধুমাত্র ব্যাংকগুলো ওই সুকুকে বিনিয়োগ করতে পারবে।

জানা গেছে, ওই সুকুকের রিটার্ন অন ইনভেস্টমেন্ট হার ছয় মাস হারে ন্যূনতম ৮ শতাংশ এবং সর্বোচ্চ ১১ শতাংশ। যাতে শুধুমাত্র ব্যাংকগুলো প্রাইভেট অফারের মাধ্যমে বিনিয়োগ করতে পারবে। এই সুকুক ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে বঙ্গ বিল্ডিং ম্যাটিরিয়ালস লিমিটেডের এক্সজিস্টিং মেশিনারির পুনঃঅর্থায়নের কাজে ১,৬০৭,৫৭৮,০১৩ টাকা এবং নতুন মেশিনারি কেনার কাজে ১,৩৯২,৪২১,৯৮৭ টাকা ব্যবহার করা হবে। সুকুকের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫০ হাজার টাকা। সুকুকটির ন্যূনতম সাবসক্রিপ এক লাখ টাকা এবং ন্যূনতম লট ২০টি। ৬ বছর মেয়াদী এই সুকুকটি এক বছর গ্রেস পিরিয়ড থাকবে।

বিজ্ঞাপন

সুকুকটি ট্রাস্টি এবং ইস্যু অ্যাডভাইজার অ্যান্ড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ক্যাপিটাল এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসার্স লিমিটেড। এছাড়া ওই বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

অনুমোদন এনআরবি বঙ্গ বিল্ডিং বন্ড

বিজ্ঞাপন

২৫ নভেম্বর ঢাকায় সংহতি সমাবেশ
২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর