Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমানতের সুদহারে ক্যাপ প্রত্যাহার চায় ব্যাংক বহির্ভূত আর্থিক খাত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২২ ১১:১১

ঢাকা: আমানতের সুদের ওপর নির্ধারিত ৭ শতাংশ সুদের হারের বিধান বাতিল চায় দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এফবিসিসিআই’র নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এ দাবি জানান খাত সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমানতের ওপর গ্রাহকদের ৭ শতাংশের বেশি সুদ দিতে পারছে না ব্যাংক বহির্ভুত প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে ব্যাংকগুলো বাড়তি সুদে আমানত সংগ্রহ করছে। এতে অসম প্রতিযোগিতায় পড়ছে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো।

বিজ্ঞাপন

এছাড়াও তারা জানান, কোভিড পরিস্থিতি মোকাবিলায় ঋণ খেলাপি সংক্রান্ত নীতিতেও ব্যাংকগুলো বাড়তি সুবিধা পাচ্ছে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকেও একই সুবিধার দাবি জানান তারা। ব্যাংক বহির্ভুত প্রতিষ্ঠানগুলোর জন্য পুনঃঅর্থায়ন তহবিলের আকার আরও বাড়ানোর আহ্বান জানান কমিটির সদস্যরা।

বৈঠকে উঠে আসা দাবির সঙ্গে একমত প্রকাশ করে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘সুদের সর্বোচ্চ হারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সাথে শিগগিরই আলোচনা করবে এফবিসিসিআই।’

এসময় সীমিত নীতি সহায়তার মধ্যেও দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অবদানের কথা তুলে ধরেন কমিটির ডিরেক্টর ইনচার্জ এস এম জাহাঙ্গীর আলম মানিক। তিনি বাংলাদেশ ব্যাংককে সমান নীতি সহায়তা দেওয়ার আহ্বান জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান। সভায় উপস্থিত ছিলেন- কমিটির কো-চেয়ারম্যান মমিনুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন, কান্তি কুমার সাহা, এফবিসিসিআইর পরিচালক রেজাউল করিম, বিজয় কুমার কেজরিওয়াল ও মহাসচিব মাহফুজুল হকসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমও

আমানত ক্যাপ প্রত্যাহার ব্যাংক বহির্ভূত আর্থিক খাত সুদহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর