বেগমগঞ্জে ২ হাসপাতালকে জরিমানা
২৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৯
নোয়াখালী: মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারে বেগমগঞ্জের শাইনিং মেডিকেল সার্ভিসেস এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে নোয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া দুপুরে উপজেলার পাবলিক হল রোড এলাকার হাসপাতাল দুটিকে জরিমানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শাইনিং মেডিকেল সার্ভিসেস এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় প্যাথলজিতে রোগ নির্ণয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫১ ধারায় ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সারাবাংলা/ইআ