Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৪ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ০০:১৮

ঢাকা : মুদ্রানীতি সুষ্ঠু বাস্তবায়ন ও মূল্যস্ফীতির লাগাম টানতে আবারও রেপো বা নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এখন থেকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করতে হলে আগের চেয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ বেশি সুদ দিতে হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ৫৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করোনার প্রভাব কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শক্তিশালী হলেও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাপ্লাই চেইনে সৃষ্ট সমস্যা আরও বেড়েছে। এতে বিশ্ব চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্য এখনও বিদ্যমান। ২০২১ সালের শুরু থেকে বিশ্ববাজারে অধিকাংশ পণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে, যা এখনও পূর্বাবস্থায় ফিরে আসেনি।

ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এমপিসির ৫৬তম সভায় ওভারনাইট রেপো সুদহার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৫ দশমিক ৫০ শতাংশ থেকে ৫ দশমিক ৭৫ শতাংশে উন্নীত করা হয়েছে। আগামী ২ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রিভার্স রেপো সুদহার বিদ্যমান ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে।

সারাবাংলা/জিএস/একে

বাংলাদেশ ব্যাংক ব্যাংক সুদহার

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর