Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যাংকে রাজনৈতিক পরিচয়ে নয় ব্যবসায়ী হিসেবে আসুন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২২ ২২:১৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩৮

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, যমুনা ব্যাংক একটি ভালো প্রতিষ্ঠান। অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। ব্যবসায়ীদের আমি বলব, আপনারা এখানে রাজনৈতিক পরিচয়ে আসবেন না, ব্যবসায়ী হিসেবে আসুন। যমুনা ব্যাংক আপনাদের সেবা দেবে। আপনাদের দরকার ভালো ব্যাংক। যে ভালো সার্ভিস দেবে তাকেই আপনারা গ্রহণ করবেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকে‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জে বরাবো বাজার এলাকায় যমুনা ব্যাংক লিমিটেডের রূপসী বাজার শাখার অধীনে ৪৪তম বরাবো বাজার উপশাখার উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘ব্যাংক কোনো রাজনৈতিক বিষয় না। ব্যাংক সবার জন্য। যেকোনো ব্যাংকে ব্যবসায়ীরা যেতে পারবে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় নাই। ব্যাংকও ভালো পার্টিকে উৎসাহিত করেন। আমার দু’টি পরিচয়। আমি ব্যবসায় আছি, আবার রাজনীতিও করি। ব্যবসায়ীদের মনের কথা আমি জানি, এবং রাজনীতি যারা করেন তাদের মনের কথাও জানি।’

আগামী মাসে রূপগ‌ঞ্জের রূপসী শওকত মার্কেটে যমুনা ব্যাংকের একটি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হবে জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘কিডনি রোগীরা সেখানে বিনা পয়সায় ডায়ালাইসিস করাতে পারবেন।’

এ সময় অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন- যমুনা ব্যাংক ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম্যান নূর মোহাম্মদ, যমুনা ব্যাংক লি‌মি‌টে‌ডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা প্রমুখ।

এদিকে, একইদিন বিকে‌লে রূপগঞ্জের কাঞ্চন বাজা‌রে আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মী‌দের স‌ঙ্গে নি‌য়ে গণসং‌যোগ ও পথসভা ক‌রেন বস্ত্র ও পাটমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী বীর প্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর