Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ফার্মাসিস্ট নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৩

গাইবান্ধা: গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় শাহনাজ বেগম (৪০) নামের এক মেডিকেল ফার্মাসিস্ট নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আল আমিন সরকার রিজু আহত হন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের ফোরকানিয়া বাজারে এ ঘটনা ঘটে। শাহনাজ বেগম সাদুল্লাপুরের বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের আল আমিন সরকার রিজুর স্ত্রী ও সদর হাসপাতালের মেডিকেল ফার্মাসিস্ট পদে কর্মরত ছিলেন।

গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই সময় শাহনাজ বেগম তার স্বামীর মোটরসাইকেলযোগে সাদুল্লাপুর থেকে গাইবান্ধা শহরের থানাপাড়ার বাসার দিকে ফিরছিলেন। ফোরকানিয়া বাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসময় তার স্বামী দুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন সরকার রিজু আহত হন বলেও জানান এই পৌর কাউন্সিলর।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

পরিত্যক্ত ঘরে মিলল ৪০ ককটেল
১৪ আগস্ট ২০২৫ ২৩:৩৮

আরো

সম্পর্কিত খবর