ঢামেকের ৭ তলা থেকে লাফিয়ে আহত রনি মারা গেছেন
৩০ সেপ্টেম্বর ২০২২ ২২:০৩
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৭ তলা থেকে লাফিয়ে পড়ে আহত রোগী রিয়াদুল ইসলাম রনি (২২) মারা গেছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেনারেল আইসিইউতে চিকিংসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়, বাবার নাম দুলাল ব্যাপারী।
রনির খালাতো ভাই ইমন জানান, গত ২৪ সেপ্টেম্বর রাতে হঠাৎ রনির মাথায় সমস্যা দেখা দেয়। সে কারণে গত ২৬ সেপ্টেম্বর সোমবার রনিকে ঢাকা মেডিকেল নতুন ভবনে ভর্তি করা হয়। নতুন ভবনের সাত তলায় ৭০১ ওয়ার্ডে সে ভর্তি ছিল। দুই ভাই এক বোনের মধ্যে রনি ছিল ছোট।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ার কারণ এখনও জানা যায়নি। যদিও পরিবার বলছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
সারাবাংলা/একে