যুক্তরাষ্ট্রে হারিকেন ইয়ানের আঘাতে নিহত ২৩
১ অক্টোবর ২০২২ ১২:৪০ | আপডেট: ১ অক্টোবর ২০২২ ১৫:২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন ইয়ানের আঘাতে নিহতের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। ঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
ফ্লোরিডার আইন প্রয়োগকারী বিভাগ গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছে। সংবাদ সংস্থা এএফপি’কে পাঠানো এক বিবৃতিতে বিভাগটি জানিয়েছে, শক্তিশালী এ ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে পানিতে ডুবে এ হতাহতের ঘটনা ঘটেছে।
তবে কাউন্টি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউজ আউটলেটগুলো আরও বেশি মৃত্যুর খবর দিয়েছে। সিএনএন জানিয়েছে, হারিকেনের আঘাতে ৪৫ জনের প্রাণহানি হয়েছে।
‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরি-৪ হারিকেনটি গত বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার পরে (আন্তর্জাতিক সময় সন্ধ্যা ৭টা) ফ্লোরিডার কায়ো কস্তার কাছে আঘাত হানে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে একটানা বাতাস বয়ে যায়।
ঝড়ের বাতাসের গতি স্যাফির-সিম্পসন স্কেলে এই ঘূর্ণিঝড়ের ক্যাটাগরি-৫। যা ঝড়ের জন্য সবচেয়ে শক্তিশালী শ্রেণিবিন্যাস। এনএইচসি জানায়, ইয়ান তীরে আসার পরে কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হয়েছিল।
ফোর্ট মায়ার্সের ঠিক পশ্চিমের সুরক্ষা কবজ হলো কায়ো কোস্টা দ্বীপ। এই জনবহুল উপসাগরীয় উপকূলের বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন কর্মকর্তারা। বিধ্বংসী ঝড়ের প্রভাবে প্রবল বাতাস এবং মুষলধারে বৃষ্টির কারণে নেপলস থেকে সারাসোটা অঞ্চল ‘সর্বোচ্চ ঝুঁকি’ রয়েছে বলে সতর্ক করেছিলেন তারা।
সারাবাংলা/এনএস