সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি বাড়ি থেকে মা ও তার দুই ছেলের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে খবর পেয়ে উপজেলার মৌপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। বেলকুচি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌপুর নতুনপাড়ার সুলতানের স্ত্রী মোছা. রওশন আরা (৪০), ছেলে জিহাদ (১০) ও মাহিম (৩)।
ঘটনাস্থল থেকে ওসি তাজমিলুর বলেন, ‘একটি ফাঁকা বাড়িতে শুধু মা আর তার দুই ছেলেই থাকতো বলে এখানে এসে জেনেছি। আজ বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। আমরা এসে দেখি ঘরের মধ্যে লাশগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে এদের মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে বিষয়টি এখনো জানা যায়নি।’
ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআই টিমও পৌঁছেছে। যৌথভাবে কাজ চলছে। মৃতদেহগুলো সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানে ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।