Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্ভয়ে উৎসব করুন, আমরা আপনাদের পাশে আছি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২২ ২০:০৫

চট্টগ্রাম ব্যুরো: নির্ভয়ে, নির্বিঘ্নে, নিঃসংকোচে দুর্গোৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।

রোববার (২ অক্টোবর) মহাসপ্তমীর বিকেলে নগরীর জেএম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

পরিদর্শনের পর সমবেতদের উদ্দেশে সিএমপি কমিশনার বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আনন্দময় পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা চলাকালীন কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ মহল নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের যে কোনো অপতৎপরতা রোধে প্রশাসন প্রস্তুত।’

সবাইকে দুর্গোৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে আপনারা উৎসব করুন। আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে।’

এ সময় আরও বক্তব্য রাখেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল কান্তি সেন।

সারাবাংলা/আরডি/একে

টপ নিউজ দুর্গাপূজা সিএমপি কমিশনার

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর