Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ ঘরে ঝুলছিলো শিক্ষার্থীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২২ ১৯:০২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় বসত ঘর থেকে বিল্লাল হোসেন আফিফ (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৩ অক্টোবর) সকাল ১০টার দিকে মেরাদিয়ার নয়াপাড়া রোডের একটি টিনশেড বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত আফিফের মামা সাইফুল ইসলাম বাবলু জানান, খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়া আফিফদের নিজেদের টিনশেড বাড়ি। আফিফ তেজগাঁও কলেজ থেকে এবার এইচএসসি পাস করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছিলো। পাশাপাশি সে একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতো।

তিনি আরও জানান, আফিফের বাবা আনোয়ার হোসেন হার্ডওয়্যার ব্যবসায়ী। চার ভাই বোনের মধ্যে আফিফ ছিল সবার ছোট। গতকাল রাত ১১ টায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আফিফ। সকাল আটটা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে। সাড়া শব্দ না পেয়ে দরজা ধাক্কা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ দেখতে পাই।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এস আই) মো. ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে মেরাদিয়ার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়েছে তা জানা যায়নি।

সারাবাংলা/এসএসআর/ এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর