Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবীজ্ঞানে কুমারী পূজা


৪ অক্টোবর ২০২২ ০০:২০

দুর্গোৎসবের মহা অষ্টমী ছিল সোমবার (৩ অক্টোবর)। মণ্ডপে মণ্ডপে চলেছে পূজা অর্চনা। এদিন দেশের বিভিন্ন স্থানে হয় কুমারী পূজা। শাস্ত্র মতে, সাধারণত এক থেকে ষোলো বছরের সুলক্ষণা যেকোনো বর্ণের ও গোত্রের কুমারীকে পূজা করার বিধান রয়েছে। বয়স ভেদে পূজিত কুমারীর নাম ভিন্ন হয়। মালিনী নামে ‍কুমারী পূজিত হলে ধনশ্বৈর্য লাভ হয়- শাস্ত্রে উল্লেখ আছে এমনই। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করবেন ভক্তরা। রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন মঠে এদিন মহাসমারোহে কুমারী পূজা হয়। এই মঠ ঘুরে কুমারী পূজার ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

 

কুমারী পূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর