Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় গ্রিডে ত্রুটি, বিদ্যুৎ নেই দেশের বিভিন্ন অঞ্চলে

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২২ ১৫:৩৭

ঢাকা: জাতীয় গ্রিডে ত্রুটির কারণে দেশের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দুইটার দিকে পূর্বাঞ্চলীয় গ্রিডে ত্রুটির কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন।

পল্লী বিদ্যুতের ঢাকা বিভাগের দু’জন কর্মকর্তা সারাবাংলাকে নিশ্চিত করেছেন, ঢাকা, চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিদ্যুৎহীন। জাতীয় গ্রিডে বিপর্যয় হয়েছে বলে পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পিজিসিবির এক কর্মকর্তা সারাবাংলাকে জানান, দুপুর দুইটার দিকে আশুগঞ্জে জাতীয় গ্রিডে বিপর্যয় হয়। এর ফলে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, রাজবাড়ি, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেটে বিদ্যুৎ নেই। রাজধানীর সচিবালয়সহ সরকারি বিভিন্ন দফতরেও বিদ্যুৎ নেই। বিকল্প উপায়ে এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

ত্রুটি দূর করে শিগগিরই বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ রয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম। ফলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে বরিশালেও বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পাওয়া গেছে। তবে বরিশাল পূর্বাঞ্চলীয় গ্রিডের অধীনে নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

আরও পড়ুন

সারাবাংলা/জেআর/ইএইচটি/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর