Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলে পুলিশ: আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২২ ১৫:৪৭

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ছবি: সারাবাংলা

ঢাকা: পুলিশের নতুন মহাপরিচালক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘রাজনৈতিক কোনো দলের হয়ে নয়, পুলিশ ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশ পালন করে থাকে। কারণ, সংবিধান অনুযায়ী ভোটের সময় সকল সরকারি কাজ নির্বাচন কমিশনের অধীনে চলে।’

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের আইজিপি এই মন্তব্য করেন।

‘বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ পাওয়া যায়। আগামী নির্বাচনেও কি এমন হবে?— এর জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পুলিশ সবসময় পেশাদারিত্বের সঙ্গে সবধরনের দায়িত্ব পালন করে। নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালন করে। যদি কারও কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকে (রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার) তাহলে আমাকে জানাবেন।’

বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ বাড়াবাড়ি করে— এ প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ‘পুলিশ মিছিলসহ কর্মসূচীগুলোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। পুলিশের এবিষয়ে ট্রেনিং রয়েছে, কার সঙ্গে কী ব্যবহার করতে হবে, কীভাবে মোকাবিলা করতে হবে, প্রতিক্ষেত্রে তা মেনে চলা হয়।’

গত ৩০ সেপ্টেম্বর বিকেলে আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে, ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে আইজিপির পদ থেকে ড. বেনজীর আহমেদকে অবসরে পাঠানো হয়। একইদিন আরেক প্রজ্ঞাপনে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশপ্রধানের দায়িত্ব দেয় সরকার।

নতুন পুলিশ প্রধানের দায়িত্ব পাওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন ২০২০ সালের ৮ এপ্রিল র‌্যাব ডিজি হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এনএস

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর