Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় বারের মতো করোনায় আক্রান্ত মেয়র আতিক

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২২ ১৫:৫১

ফাইল ছবি

ঢাকা: তৃতীয় বারের মতো করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনও উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

শরীরে জ্বর থাকায় সোমবার (৩ অক্টোবর) নমুনা পরীক্ষা করালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনও উপসর্গ নেই।

ডিএনসিসি মেয়র তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পড়াসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

উল্লেখ্য, মেয়র আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় সংক্রমিত হয়েছিলেন। পরবর্তী সময়ে ২০২২ সালে ১ ফেব্রুয়ারি আবারও দ্বিতীয়বারের মতো সপরিবারে ভাইরাসটিতে সংক্রমিত হন তিনি।

সারাবাংলা/এসবি/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর