পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর ২০২২ ১৬:০৯
৪ অক্টোবর ২০২২ ১৬:০৯
ঢাকা: এ বছর বেল ইনিকোয়ালিটিস ও পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ার তিন বিজ্ঞানী।
নোবেল বিজয়ীরা হলেন- অ্যালেইন অ্যাস্পেক্ট, জন এফ ক্লজার এবং অ্যান্টন জেলিঙ্গার।
মঙ্গলবার (৪ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। পুরস্কার হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পাবেন এই নোবেল বিজয়ীরা।
গত বছরও পদার্থবিদ্যায় তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।
এর আগে সোমবার (৩ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে সুইডিশ বিজ্ঞানী সোভ্যান্তে প্যাবোর নাম ঘোষণা করা হয়।
সারাবাংলা/ইআ