Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিঘ্ন ঘটছে মোবাইল নেটওয়ার্কেও

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২২ ১৬:৫৮

প্রতীকী ছবি

ঢাকা: জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওর্য়াকে সমস্যা দেখা দিয়েছে। গ্রাহকেরা জানিয়েছেন, তাদের মুঠোফোনে কথা বলতে ও ইন্টারনেট ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে দু:খ প্রকাশ করেছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব)।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে দু:খ প্রকাশ করে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে এমটব জানায়, ‘জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। এই সাময়িক পরিস্থিতির জন্য আমরা দুঃখিত।’

হাবিব নামের ঢাকার একজন মোবাইল গ্রাহক সারাবাংলাকে বলেন, মোবাইলে নেটওয়ার্ক থাকলেও ইন্টারনেট কাজ করছে না। সহজে কলও দেয়া যাচ্ছে না।

জিনুক নামের আরেকজন গ্রাহক জানিয়েছেন, মোবাইলে কেবলমাত্র টুজি নেটওর্য়াক পাওয়া যাচ্ছে। ফোর-জি কাজ করছে না।

সাধারণত, অপারেটরগুলোর টাওয়ারগুলোর ব্যাকআপ দুই ক্যাটাগরিতে নির্ধারণ হয়।

১. গ্রাহক বেশি, রেভিনিউ বেশি, খুব গুরুত্বপূর্ণ।

২. গ্রাহক কম, রেভিনিউ কম, কম গুরুত্বপূর্ণ টাওয়ারগুলোতে ব্যাটারি এবং জেনারেটর দুইভাবেই পাওয়ার ব্যাকআপ রাখা হয়। এখন ১ নম্বরের ক্ষেত্রে এই ব্যাকআপ ৫ হতে ৭ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে।

ক্ষেত্র বিশেষে এটা বিশেষ ব্যবস্হায় আরও বাড়ায় অপারেটরগুলো। আর ২ নম্বরের ক্ষেত্রে এটা ২ হতে সর্বোচ্চ ৪ ঘন্টা হয়ে থাকে।

সারাবাংলা/ইএইচটি/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর