বিদ্যুৎ ফিরতে শুরু করেছে
৪ অক্টোবর ২০২২ ১৮:৫৯
ঢাকা: দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। রাজধানী ঢাকার বিভিন্নও এলাকায় বিদ্যুৎ ফিরে এসেছে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়ও বিদ্যুৎ ফিরে এসেছে। মঙ্গলাবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা সাদিয়া ইসলাম রুপালী সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ এসেছে।’
মিরপুরের বাসিন্দা প্রতীক মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘৬টার দিকে মিরপুরে আমার বাসায় বিদ্যুৎ এসেছে।’
এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘জাতীয় গ্রিড ট্রিপ করার কারণে ঢাকা, চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের বড় একটি এলাকায় আজ দুপুর ২টা ৪মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। আকস্মিক এই সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। সবার সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি এবং ধৈর্য্য ধারণের অনুরোধ করছি।’
এর আগে, বিকাল সাড়ে ৫টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) নির্বাহী পরিচালক (পিএন্ডডি) ইয়াকুব এলাহী চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আমরা আমাদের কাজ এগিয়ে নিচ্ছি। আমাদের কর্মকর্তারা কাজ করছেন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ঘোড়াশালে সমস্যা হয়েছে। আরও দুই থেকে তিন ঘন্টা সময় লাগেতে পারে বিদ্যুৎ পেতে।’
তিনি বলেন, ’ঘোড়াশাল ও আশুগঞ্জ চালু হয়েছে। আমরা শ্যামপুর পর্যন্ত চলে এসেছি। তবে শ্যামপুরের সাধারণ মানুষ এখনই বিদ্যুৎ পাবে তা নয়। ঢাকা শহরে বিদ্যুৎ পেতে আরও দুই থেকে তিন ঘন্টা লাগবে, তাও পুরোপুরি না- কিছু অংশে বিদ্যুৎ পাবে।’
সারাবাংলা/ইএইচটি/ইআই