Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর-২ আসনে নৌকার মাঝি সাজেদাপুত্র শাহদাব

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২২ ২০:৩৮ | আপডেট: ৪ অক্টোবর ২০২২ ২২:০১

ঢাকা: ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা ও কৃষ্ণপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠপুত্র শাহদাব আকবর।

মঙ্গলবার (৪ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফরিদপুর-২ আসনের মনোনয়ন ছাড়াও সভায় সাতটি উপজেলা, চারটি পৌরসভা এবং ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যও আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনটি শূন্য হয়। পরে উপ-নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হয় ৫ নভেম্বর। নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। এ উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সারাবাংলা/পিটিএম

মনোনয়ন শাহদাব আকবর সৈয়দা সাজেদা চৌধুরী

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর