সাজেকে পাহাড় ধসে যান চলাচল বন্ধ
৫ অক্টোবর ২০২২ ১৩:১৭
রাঙামাটি: বাঘাইছড়ি উপজেলার সাজেকে অতিবৃষ্টিতে পাহাড়ধসে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে রাতের কোন এক সময় সাজেকে যাওয়ার পথে শুকনানন্দ রামপাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে। ফলে বুধবার (৫ অক্টোবর) সকাল থেকে সাজেকে যান চলাচল বন্ধ রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনানন্দ রামপাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধ্বসে পড়েছে। এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেখানে কোন বসতী না থাকায় ঠিক কখন ধ্বসে পড়েছে তার জানা যায়নি।
সকালে সড়কটিতে যান চলাচল শুরু হলে তখন জানা যায় পাহাড় ধ্বসের বিষয়টি। এরইমধ্যে সেনাবাহিনীর একটি টিম রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে। যান চলাচল শুরু করতে দুই তিন ঘন্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।
সারাবাংলা/ইআ