Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত: চালক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২২ ১৭:২১ | আপডেট: ৫ অক্টোবর ২০২২ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলকায় বাসচাপায় যুবলীগ নেতা ফারুক নিহতের ঘটনায় বিলাস পরিবহনের চালক রাজিব চন্দ্র সরকারকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৫ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

এর আগে গত ৪ অক্টোবর কুমিল্লা থেকে আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর যুবলীগ নেতা ফারুক ব্যবসায়িক কাজে নিজ বাসা থেকে মতিঝিল যাচ্ছিলেন। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল হাশেম রোড মোড়ের মহাসড়ক এলাকায় রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিলাস পরিবহনের একটি বাস আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিলাস পরিবহনের বাসটি পথচারী ফারুককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

ওই সময় ফারুককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এআই/ইআ

চালক কারাগারে যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর