সাজেকে ৮ ঘন্টা পর যান চলাচল শুরু
৫ অক্টোবর ২০২২ ১৯:১৬
রাঙ্গামাটি: বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পাহাড় ধসের ঘটনায় বুধবার ভোর ৬টা থেকে ৮ ঘন্টার বেশি সময় সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর সচল হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনীর সহায়তায় যান চলাচল চালু হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে হালকা ও মাঝারিবৃষ্টির কারণে রাতের কোনো এক সময়ে খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার পথে শুকনানন্দরাম পাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে। এ কারণে বুধবার সকাল ৬টা থেকে সাজেকে যান চলাচল বন্ধ ছিল। তবে দুপুর আড়াইটার দিকে আবারও চালু হলো যান চলাচল।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাতে প্রচুর বৃষ্টিপাতের কারণে সাজেকে যাওয়ার পথে শুকনানন্দরাম পাড়া এলাকায় রাস্তার ওপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধসে পড়ে। এতে কোন ক্ষয়ক্ষতির হয়নি। সেখানে কোন বসতি না থাকায় ঠিক কখন ধসে পড়েছে তার জানা যায়নি। সেনাবাহিনীর একটি টিম কাজ করে রাস্তা থেকে মাটি সরিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, পাহাড় ধসের ঘটনায় বুধবার সকাল থেকে যানবাহন বন্ধ করে থাকায় খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালিগামী ২০০-২৩০ চাদের গাড়ি, জিপসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে। এতে করে হাজারো পর্যটক সাজেকের পথে আটকা পড়েন। তবে দুপুরে যান চলাচল স্বাভাবিক হওয়ায় তাদের অনেকেই সাজেকে ফিরেছেন।
সারাবাংলা/ইআ