Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে সাড়ে ৩ কোটি টাকার সোনা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ১৩:৪৮

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, উদ্ধার করা সোনার বাহক পাওয়া যায়নি। পরিত্যক্ত অবস্থায় এগুলো ডাস্টবিনে পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের ১২ নম্বর এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ডাস্টবিনে একটি স্কচটেপ মোড়ানো দণ্ড পাওয়া যায়। পরে কাস্টমস সেই দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি সোনার বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধারকৃত এসব সোনার বারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসজে/ইআ

টপ নিউজ শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দর সোনা উদ্ধার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর