Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালি মানিলন্ডারিং করেনি, দাবি শামীমার

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ১৮:৩১

ঢাকা: ইভ্যালি কোন মানি লন্ডারিং করেনি বলে দাবি করেছেন বিতর্কিত এই ই-কমার্সের সহপ্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান শামীমা নাসরিন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এতে ইভ্যালির কর্মকর্তারা যুক্ত ছিলেন।

শামীমা নাসরিন বলেন, ‘আমরা মুনাফা না করে একটি পণ্যও আর বিক্রি করবোনা। যেসব গ্রাহকের টাকা আটকে আছে, তা রিফান্ড করার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা রয়েছে। অডিট কাজ শেষ করার আগেই সাবেক বিচারপতি মানিক সাহেব মানিলন্ডারিংয়ের অভিযোগ তুলেছেন। কিন্তু সরকারের কোন সংস্থার তদন্তে তা প্রমাণিত হয়নি। মানিক সাহেব হয় ইভ্যালির বিষয় বুঝতে পারেননি অথবা জনমণে ভীতি সঞ্চার করেছে। আমরা দৃড়ভাবে বলতে পারি আমরা মানিলন্ডারিং করিনি।’

তিনি বলেন, ‘দেনার বিষয়ে বলা হয়েছে এক হাজার কোটি টাকা। কিন্তু সেই দেনা ৪০০ কোটির টাকার বেশি নয় বলে মনে করি। তাই প্রকৃত দেনার তথ্য জানতে সার্ভার চালু করা প্রয়োজন। সার্ভার চালু হলে প্রকৃত দেনার তথ্য জানা যাবে। বিনিয়োগ পেয়ে নিরবিচ্ছিন্নভাবে  এক বছর ব্যবসা করতে পারলে আগামী এক বছরের মধ্যেই দেনা পরিশোধ করা সম্ভব হবে।’

সারাবাংলা/ইএইচটি/ইআ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি শামীমা নাসরিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর