Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউন্সিলর ‘শৈবালকাণ্ডে’ বন্ধ ইন্টারনেট-স্যাটেলাইট সম্প্রচার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২২ ২০:২৯

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর জামালখান ওয়ার্ডে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে ফেসবুকে লাইভে এসে সব ধরনের ইন্টারনেট ও ডিস সংযোগের ক্যাবল কেটে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এর ফলে চট্টগ্রাম নগরীর বড় অংশে বৃহস্পতিবার সকাল থেকে ইন্টারনেট সংযোগবিহীন অবস্থায় আছে। স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচারও বন্ধ হয়ে গেছে। সরকারি-বেসরকারি ব্যাংকে লেনদেনও দিনভর বন্ধ ছিল। বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

বিজ্ঞাপন

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইএসপি টেকনিশিয়ানরা কেটে ফেলা ইন্টারনেটের ক্যাবল পুনঃসংযোগ দিতে গেলে কাউন্সিলর শৈবাল দাশ সুমন বাধা দেন। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

অন্যদিকে এ ঘটনার প্রতিবাদে পুরো চট্টগ্রামে স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন সিসিএল ও সিএমসিএল।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে নগরীর ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন আকস্মিকভাবে ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করতে শুরু করেন। সিটি করপোরেশনের বৈদ্যুতিক বাতি সংযোগের কাজে ব্যবহৃত বিশেষ গাড়ি এবং কর্মীদের তিনি এই কাজে ব্যবহার করেন। নগরীর চেরাগি পাহাড় থেকে জামালখান লিচুবাগান পর্যন্ত এলাকায় আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে সড়কের দু’পাশের ইন্টারনেট ও ডিস সংযোগের সব ক্যাবল কেটে দেয়া হয়। এ নিয়ে কাউন্সিলর ফেসবুকে লাইভও দেন।

নগরীর জামালখান এলাকায় ব্যাংক, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সরকারি-বেসরকারি স্কুল, প্রেসক্লাব, বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। জানা গেছে, হঠাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাংকগুলোতে বড় ধরনের ভোগান্তি সৃষ্টি হয়। বুথে টাকা তুলতে এসে ফিরে যেতে হয়েছে গ্রাহকদের। ব্যাংকের লেনদেনও কার্যত বন্ধ হয়ে যায়।

আইএসপিএ’র সহ-সভাপতি আনোয়ারুল আজিম ও চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ নম্বর জামালখান ওয়ার্ডে কমিশনার (কাউন্সিলর শৈবাল দাশ সুমন) কর্তৃক ফাইবার ক্যাবল কাটার কারণে জামালখান এলাকার বিভিন্নস্থানে ইন্টারনেট সার্ভিস বন্ধ আছে। আইএসপিএ’র টেকনিশিয়ানরা ফাইবার পুনঃস্থাপনের কাজে গেলে ওয়ার্ড কমিশনার বাধা দেন।

বিজ্ঞাপন

এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় আইএসপিএ’র কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে পরবর্তী না দেয়া পর্যন্ত অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে জামালখান ওয়ার্ডে ফাইবার পুনঃস্থাপন ও মেইনটেন্যান্স, নতুন সংযোগ প্রদানসহ সকল ধরনের ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দিনভর জামালখান ওয়ার্ডে বন্ধ রয়েছে স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার। শুধুমাত্র বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল সম্প্রচার করা যাচ্ছে না।

সিসিএল পরিচালক শ্যামল কুমার পালিত সারাবাংলাকে বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে কাউন্সিলরের নেতৃত্বে হঠাৎ করে ক্যাবল কাটা শুরু হয়। সাড়ে ১২টার দিকে আমরা খবর পাই যে, আমাদের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। জামালখান, রহমতগঞ্জ, দেওয়ানবাজার, কাপাসগোলা, চকবাজার, শুলকবহর, বাদুরতলা, বাকলিয়া, বহদ্দারহাট, চান্দগাঁও, মোহরা, কালুরঘাট হয়ে বোয়ালখালী উপজেলা পর্যন্ত সম্প্রচার এখনও বন্ধ আছে। এর মাঝে আমাদের টেকনিশিয়ানরা ক্যাবল পুনঃসংযোগ দিতে গেলে কাউন্সিলরের লোকজন তাদের বাধা দেয়। তখন আমরা ঘোষণা দিই যে, পুরো চট্টগ্রামে আমরা সম্প্রচার বন্ধ করে দেব। সেটা শুনে মেয়র মহোদয় আমাদের ডেকেছেন। আমরা ওনার সঙ্গে রাতে বৈঠক করব। সন্তোষজনক কোনো সমাধান না পেলে আমরা কর্মসূচিতে যাব।’

অভিযোগ উঠেছে, ফেসবুকে প্রচার পাওয়ার আশায় কাউন্সিলর শৈবাল দাশ সুমন বে-আইনিভাবে ক্যাবলগুলো কেটেছেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে সুমন এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তারের জঞ্জালের জন্য জামালখান এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এজন্য পূর্বঘোষণা দিয়ে ইন্টারনেট ও ডিসের ক্যাবল বিচ্ছিন্ন করা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য কাউন্সিলর শৈবাল দাশ সুমনের মোবাইলে একাধিকবার কল দিয়েও সাড়া মেলেনি।

সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের নিয়মিত ফেসবুকে লাইভে এসে বিভিন্ন ধরনের প্রচারণা চালান কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এসব কর্মকাণ্ড নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের আলোচনা আছে। তবে এবার ক্যাবল বিচ্ছিন্ন করার এই কর্মকাণ্ড নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েছেন।

সারাবাংলা/আরডি/একে

কাউন্সিলর শৈবাল চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর