Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুঙ্গিপাড়ায় পৌঁছালেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২২ ১৮:০০ | আপডেট: ৭ অক্টোবর ২০২২ ১৮:২২

গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পদ্মা সেতু চালু হওয়ার পর এ প্রথমবার সেতু ভ্রমণ করলেন রাষ্ট্রপতি।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করেন। পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির কর্মসূচির মধ্যে রয়েছে, সমাধিতে ফুল দেওয়া শেষে দোয়া ও মোনাজাত করা। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করবেন রাষ্ট্রপতি।

এদিকে মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকায় ফেরার পথে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সারাবাংলা/একে

আবদুল হামিদ টপ নিউজ রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর