ঢাকা: কক্সবাজার শহরের কলাতলী হাঙ্গর চত্বরে চলছে ফুটপাত দখলের মহোৎসব। কয়েকজন চিহ্নিত প্রভাবশালী ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে দৈনিক, মাসিক ভাড়া আদায় করে।
সরেজমিনে দেখা যায়, দখলবাজরা কলাতলী রাস্তার দুপাশের ফুটপাত দখল করারন পাশাপাশি প্রধান সড়কের পাশে ভ্যান ও টং দোকান চাঁদাবাজি করছে। এতে পর্যটন নগরীতে বেড়াতে আসা পর্যটকদের যাতায়াতে সমস্যা হয়।
এদিকে প্রায় প্রতিমাসে উন্নয়ন কর্তৃপক্ষের অভিযানে দখলবাজরা সরে পড়লেও পুনরায় তারা ফুটপাত দখল করে।
ফুটপাত দখলের প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লা জানান, ফুটপাত দখল করে বেড়াতে আসা পর্যটক কিংবা মানুষের চলাচলে বাধা সৃষ্টিকারী সব হকারদের খুব দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।