Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিমিয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
৮ অক্টোবর ২০২২ ১৪:১৫

ঢাকা: ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূলভূখণ্ডের সংযোগ স্থাপনকারী সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে সেতুতে আগুনের বিশাল কুণ্ডলি দেখা যায়। রুশ কর্তৃপক্ষ বলছে, সেতুর উপর জ্বালানি কন্টেইনার বিস্ফোরিত হয়েছে।

রুশ এন্টি টেরোরিজম কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৬টায় সেতুর গাড়ি চলাচল লেনে সাতটি জ্বালানিবাহী কন্টেইনার ট্রাকে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে সেতুর উপর কন্টেইনারে বিস্ফোরণ দেখা গেছে। তবে এসব ফুটেজের সত্যতা নিশ্চিত করেনি কোনো গণমাধ্যম।

Moscow Says Car Bomb Sparked Fire on Key Crimean Bridge - Kyiv Post - Ukraine's Global Voice

ক্রিমিয়ার ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিবহনমন্ত্রী নিকোলে লুকাশেঙ্কো সাংবাদিকদের বলেছেন, সেতুটির আগুন নেভানোর কাজ চলছে। সেতু অকেজো হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি চালু করার কথা ভাবছে।

খার্খ প্রণালীর উপর ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ক্রিমিয়ার সঙ্গে রুশ মূলভুখণ্ডের সংযোগ স্থাপনকারী একমাত্র পথ। সেতুটিতে রেল ও গাড়ি চলাচলের জন্য আলাদা সড়ক রয়েছে। এটি ইউরোপে সবচেয়ে দীর্ঘ সেতু। সেতুটি ধ্বংস করতে ইউক্রেনীয় সেনারা হামলা চালাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর