নেত্রকোনা সীমান্তে ৬ লাখ ভারতীয় রুপিসহ আটক দুই
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২২ ১৪:৩৫
৮ অক্টোবর ২০২২ ১৪:৩৫
নেত্রকোনা: সীমান্তের কলমাকান্দায় ৬ লাখ ৬ হাজার ৫০০ ভারতীয় রুপি ও একটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে লেঙ্গুরা বিওপি’র বিজিবি টহল দল। শনিবার (৮ আগস্ট) সকাল ৮টায় সুবাদার সেলিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আটক দু’জন হলেন- যথাক্রমে চৈতানগর গ্রামের আছর উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন ও গৌরিপুর গ্রামের মিরাজ আলীর ছেলে দুলাল মিয়া। তারা দীর্ঘদিন হুন্ডির মাধ্যমে ভারতীয় রুপির রমরমা ব্যবসা করে আসছিল। এছাড়াও সীমান্তে একটি শক্তিশালী রুপি ব্যবসায়ী চক্র গড়ে উঠেছে।
স্থানীয় চোরাচালানীরা দেশি টাকার বিনিময়ে ভারতীয় রুপি সংগ্রহ করে ভারত থেকে বিভিন্ন মালামাল কিনে চোরাচালান করে।
সুবাদার সেলিম জানান, বিজিবি সীমান্ত এলাকায় জিরো টলারেন্স নীতিতে টহল অব্যাহত রেখেছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সারাবাংলা/এমও