হৃদপিণ্ডে ত্রুটি: শিশু ফারহানের চিকিৎসায় সহায়তা দরকার
৮ অক্টোবর ২০২২ ১৮:৪১
ঢাকা: সাড়ে পাঁচ বছরের শিশু ফারহান আহমেদ। প্রায় দেড় বছর ধরে নানা রোগে আক্রান্ত। তার হৃদপিণ্ডেও সম্প্রীতি CHD (TOF) জটিলতা ধরা পড়েছে। কিন্তু পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব। এমন অবস্থায় পরিবারের সদস্যরা শিশুটির চিকিৎসায় সমাজর বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
ফারহানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। কটিয়াদী থানার ভিটিপাড়া গ্রামের মৃত এরশাদের ছেলে সে। বর্তমানে সে নানার বাড়ি পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পরকান্দা গ্রামে রয়েছে।
ফারহানের বাবা প্রায় ৪ বছর আগে মারা গেছে। তারপর মা খোদেজা বেগমের সঙ্গে নানা বাড়িতেই থাকত। তবে বাবার মৃত্যুর বছর খানেকের মধ্যে মা খোদেজা বেগমেরও বিয়ে হয়েছে।
বাবা-মা ছাড়া ফারহানের এখন শেষ আশ্রয় তার নানা বাড়ি।
ফারহানের মামা হাসান সারাবাংলাকে বলেন, ‘ফারহান এখন নানা বাড়িতে থাকে। ওর নানা কৃষিকাজ করে। নানি নেই। নানার বাড়িতে ওর এক খালা দেখাশোনা করে। বছর খানেক ধরে ও নানা রোগে আক্রান্ত। সম্প্রতি হার্টে রোগ ধরা পড়েছে। এখন হাঁটতে পারে না। এক পা, দুপা করে হাঁটে। পরিবারের পক্ষে ওর চিকিৎসার করা সম্ভব নয়। তাই আমি ভিডিও করে আমার ফেসবুক পেজে দিয়েছি।’
তিনি বলেন, ‘ভিডিও দেওয়ার পর ফারহানের এলাকার তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে। ওরা ২০ হাজার টাকার মতো উঠিয়েছে বলে আমাকে জানিয়েছে। এ ছাড়া বিকাশে আরও ৭৯ হাজার টাকা এসেছে। ওর পরিপূর্ণ চিকিৎসার জন্য ৫/৬ লাখ টাকা দরকার।’
পেশায় শিক্ষক হাসান সারাবাংলাকে বলেন, ‘টাকা সংগ্রহের পর আমি তার পরিবারের কাছে তা তুলে দেব। টাকা জোগাড় হওয়ার পর ঢাকায় হাসপাতালে নেব।’
পাকুন্দিয়া উপজেলার তরুণ আল জোবায়ের সারাবাংলাকে বলেন, ‘ফারহান আমার গ্রামের ছেলে। ওর বাবা মারা গেছে। মারও বিয়ে হয়ে গেছে অন্যত্র। দেখার মতো কেউ নেই। এখন নানার বাড়িতে থাকে। বাবারও বাড়ি-ভিটে নেই, নানার বাড়িরও তেমন সম্পত্তি নেই। ছেলেটিকে দেখে মায়া হয়েছে। তাই আমরা সম্মিলিতভাবে ওর চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘ওর চিকিৎসায় চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে। আমরা এখন পর্যন্ত এক লাখ টাকার মতো জোগাড় করতে পেরেছি। ওর চিকিৎসার জন্য আমরা সমাজের সবার সহযোগিতা চাই।’
ওই উপজেলার বাসিন্দা জোনায়েত রনি সারাবাংলাকে বলেন, ‘অসহায় ফারহানের পাশে আমরা দাঁড়িয়েছি।’
ফারহানের চিকিৎসায় কেউ আর্থিক সহায়তা দিতে চাইলে যোগাযোগ করতে পারেন বিকাশ পারসোনাল নম্বরে- ০১৭২৫-৩৬৩৭২৬
সারাবাংলা/ইএইচটি/একে