Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২২ ১৩:০২

রাঙ্গামাটি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে উদযাপিত হয়েছে প্রবারণা পূর্ণিমা।

রোববার (৯ অক্টোবর) সকালে রাঙ্গামাটির রাজবন বিহার প্রাঙ্গনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান ও বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সম্মিলিত প্রার্থনাসহ নানা দানকার্য সম্পাদন হয়েছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব, যা আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়ে থাকে।

এদিন সকালে রাঙ্গামাটি রাজবন বিহারের এবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ানসহ উপাসক-উপাসিকাগণ।

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে ধর্মীয় দেশনা দেন রাঙ্গামাটির রাজবন বিহার আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।

প্রসঙ্গত, তিন মাস বর্ষাবাস (ধ্যান) পালন করার পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করে আসছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ধর্মীয় মতে, বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ এই আশ্বিনী পূর্ণিমায় তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। তাই আশ্বিনী পূর্ণিমার এই তিথিতে আকাশে উড়ানো হয় শত শত ফানুস। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধকে স্মরণ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

উদযাপন প্রবারণা পূর্ণিমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর