Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্দা নামছে গুয়াংজু আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনীর

সারাবাংলা ডেস্ক
৯ অক্টোবর ২০২২ ১৩:১২

ঢাকা: কোরিয়ার সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে ‘আর্ট গুয়াংজু ২২’ গুয়াংজু আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনীর পর্দা নামছে আজ রোববার (৯ অক্টোবর)। গত ৬ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের কেডিজে কনভেনশন সেন্টারে মেট্রোপিলটন মেয়র গিজাং কাং এই প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন।

আন্তর্জাতিক এই চিত্রকলা প্রদর্শনীতে বিশ্বের ১০টি দেশের চিত্রকলা গ্যালারি অংশ নেয়। অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ, জাপান, ফ্রান্স, জার্মানি উল্লেখযোগ্য। এছাড়াও কোরিয়ার স্থানীয় ৮০টি গ্যালারি আর গুয়াংজু শহরের ১৫টি আর্ট বুথ ও চিত্রশিল্পীরা অংশ নেন প্রদশর্নীতে।

প্রদর্শনীতে যোগ দিয়েছে বাংলাদেশের অনলাইন গ্যালারি ‘চারকোল’। গ্যালারি চারকোলের কর্ণধার ও কিউরেটর শিল্পী শারমিন রহমান খানের চিত্রকর্মও প্রদর্শনীতে স্থান পেয়েছে।

শিল্পী শারমিন বলেন, ‘এ নিয়ে দ্বিতীয়বারের মত এই প্রদর্শনীতে অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। আমি দারুণ গর্বিত নিজের দেশকে উপস্থাপন করতে পেরে। আয়োজকদের আন্তরিকতা ও আতিথিয়েতায় মুগ্ধ। চমৎকার একটা স্মৃতি নিয়ে দেশে ফিরব।’

গত ৬ অক্টোবর শুরু হওয়া ‘আর্ট গুয়াংজু ২২’ শিরোনামে এই প্রদর্শনীর আজই শেষ দিন।

আরও পড়ুন: কোরিয়ার আর্ন্তজাতিক চিত্রকলা প্রদর্শনীতে ‘চারকোল গ্যালারি বিডি’

সারাবাংলা/এমও

আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী গুয়াংজু আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী চিত্রকলা প্রদর্শনী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর