Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুঃসময়ে শেখ হাসিনার পাশে ছিলেন আতাউর রহমান খান কায়সার’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২২ ১৯:২৫

চট্টগ্রাম ব্যুরো: ওয়ান-ইলেভেনে জাতির দুঃসময়ে আতাউর রহমান খান কায়সার সভানেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে চট্টগ্রামের মুখ উজ্জ্বল করেছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

রোববার (০৯ অক্টোবর) সকালে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। নগরীর আন্দরকিল্লায় সংগঠনের কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ স্মরণ সভার আয়োজন করে।

মফিজুর রহমান বলেন, ‘ওয়ান-ইলেভেন পরবর্তী দলের কঠিন পরিস্থিতিতে অনেক নেতাই সাহসী ভূমিকা নিতে পারেননি। কিন্তু কায়সার ভাই লোভ, মোহ ত্যাগ করে শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছিলেন। আওয়ামী লীগের দুঃসময়ে, জাতির দুঃসময়ে আতাউর রহমান খান কায়সারের সাহসী ভূমিকা চট্টগ্রামের মুখ উজ্জ্বল করেছিল। প্রগতিশীল, অসাম্প্রদায়িক চিন্তার কায়সার ভাই সারাজীবন গণমানুষের রাজনীতি করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ থেকে তিনি কোনোদিন বিচ্যুত হননি।’

দক্ষিণ জেলা সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেন, ‘আতাউর রহমান খান কায়সার আওয়ামী লীগের জন্য বাতিঘর ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ও দেশের জন্য কাজ করে গেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী আতাউর রহমান কায়সার রাজনীতি থেকে শিল্পসাহিত্য সবক্ষেত্রে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। আবার কোমল মনের মানুষ কায়সার ভাই রাজনীতিতে সময়ে সময়ে কঠোর হয়েছেন, কারা নির্যাতিত হয়েও আপস করেননি।’

স্মরণ সভায় আরও বক্তব্য দেন দক্ষিণ জেলার সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দফতর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের।

স্মরণসভা শেষে প্রয়াতের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ:

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘রাজনীতিতে সৎ চরিত্রের মানুষেরাই টিকে থাকবেন। আমাদের আতাউর রহমান খান কায়সারের মতো সৎ চরিত্রের রাজনীতির উত্তরাধিকারী হতে হবে। বিএনপি-জামাত আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করেছে। তাদের প্রতিহত করা না হলে বাংলাদেশ থাকবে না, পাকিস্তান হয়ে যাবে।’

রোববার নগরীর চন্দনপুরায় প্রয়াত আতাউর রহমান খান কায়সারের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন-সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, উপ প্রচার সম্পাদক কাউন্সিলর শহিদুল আলম, উপ দফতর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী।

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর