Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২২ ১৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে আয়মান আয়াশ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে একটি ইন্টারনেট কোম্পানীতে চাকরি করতেন।

রোববার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ডেমড়া মাতুয়াইল বাদশা মিয়া রোডের মাথায় এই ঘটনা ঘটে।

আয়মানের সহকর্মী সাইদুল ইসলাম শিশির জানান, তার ইন্টারনেট কোম্পানীতে কাজ করতেন আয়মান। যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় থাকতেন তিনি। বাবার নাম হেলাল উদ্দিন। রোববার বিকেলে বাদশা মিয়া রোডের মাথায় মইয়ে দাঁড়িয়ে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের লাইনের কাজ করছিলেন আয়মান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদরহটি মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইন্টারনেট ব্যবসায়ী শিশিরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

বিদ্যুৎস্পৃষ্টে

বিজ্ঞাপন

২ জনের ছুটি, সংকটাপন্ন ৪ জন
২৭ জুলাই ২০২৫ ১৮:১৮

আরো

সম্পর্কিত খবর