৭ বছর পর পলাতক জঙ্গি নেতা গ্রেফতার
১০ অক্টোবর ২০২২ ১৪:১৬
কক্সবাজার: দীর্ঘ সাত বছর ধরে পলাতক শীর্ষ জঙ্গি নেতা মো. নুরুল আবছার হাওলাদারকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১৫।
কক্সবাজার শহরের কলাতলীর এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭ অক্টোবর তাকে গ্রেফতার করা হলেও রোববার (৯ অক্টোবর) রাতে গণমাধ্যমকে জানিয়েছে র্যাব।
গ্রেফতার আবছার সাতক্ষীরার আশাশুনি, প্রতাপনগরের কুড়িকাহুনিয়া এলাকার আক্কাছ আলী হাওলাদারের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালে আবছারের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় দু’টি মামলা হয়। ২০০৯ সালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে তাকে সন্দেহভাজন গ্রেফতার করা হয়। ২০১৩ সালে জঙ্গি প্রশিক্ষণে অর্থায়নের অভিযোগ ও ২০১৫ সালে হাটহাজারি ও বাঁশখালীতে র্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ মোট ২৪জন গ্রেফতারের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।
র্যাবের পাঠানো তথ্যমতে, দীর্ঘ ৬ বছর বিদেশে অবস্থান করার পর বছর খানেক আগে তিনি দেশে ফিরে ঢাকায় আত্মগোপন করেন। বিদেশ থেকে দেশে আসার পর তিনি শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় আমির হামজা ব্রিগ্রেডকে পুনরায় সংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় তার তৎপরতা শুরু করেন। এরই প্রেক্ষিতে কিছুদিন ধরে তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন।
সারাবাংলা/ইআ