‘রিজভী আহমেদ আবার কখন বলে বসেন, মির্জা ফখরুলও আ.লীগের দালাল’
১০ অক্টোবর ২০২২ ১৪:৪৯
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানবাধিকার কর্মী অ্যাডভোটেক সুলতানা কামালকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শালীনতা ও শিষ্টাচার বিবর্জিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘রিজভী আহমেদ সুলতানা কামালের বিষয়ে যেভাবে বক্তব্য রেখেছেন যে— তিনি আওয়ামী লীগের দালাল। এখন রিজভী আহমেদ আবার কখন বলে বসেন, মির্জা ফখরুলও আওয়ামী লীগের দালাল; আমি সেই শঙ্কার মধ্যে আছি। একজন রিজভী আহমেদ থাকলে বিএনপির আর কিছু লাগে না। তার এই বক্তব্যটা আমি মনে করি শালীনতা ও শিষ্টাচার বিবর্জিত হয়েছে।’
সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মানবাধিকার কর্মীদের নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা সমীচীন নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘অ্যাডভোকেট সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি একজন মানবাধিকারকর্মী এবং দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। তার অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত নই। তার বেশির ভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা, সেটা শালীনতা বিবর্জিত। তার বক্তব্যের সমালোচনা হতে পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ হওয়া সমীচীন নয়।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি দেখেছি আমান উল্লাহ আমান সাহেব একটা বক্তব্য দিয়েছেন যে— সম্ভবত আমান উল্লাহ আমান সাহেব স্বপ্নে দেখেছেন। উনি হয়তো স্বপ্নে দেখেছেন যে, এ ধরণের কোন কিছু একটা স্বপ্নে দেখেছেন তখন উনি বলে ফেলেছেন। খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার কৃপায়, বদান্যতায় কারাগারের বাইরে আছেন।’
‘আবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, পাকিস্তান আমলেই ভাল ছিল অর্থাৎ পাকিস্তান ভাল ছিল তার মানে বাংলাদেশ হওয়াটা সঠিক হয় নাই। তাহলে মেজর জিয়া মেজর থাকলেই ভাল ছিল। কারণ বাংলাদেশ যদি সৃষ্টি না হতো তাহলে মেজর জিয়া তো মেজরই থাকতো, মেজর জেনারেল হতে পারতো না। এই বক্তব্যে মাধ্যমে মির্জা ফখরুল সাহেব আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধে শহীদ সবার প্রতি অবমাননা করেছেন’, বলেন তথ্যমন্ত্রী।
সারাবাংলা/জেআর/এমও