Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত ২ কর্মীর পরিবারকে আর্থিক সহযোগিতা দিল বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২২ ০০:৫১

ঢাকা: মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত যুব দলের দুই কর্মীর পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিএনপি।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের শহীদুল ইসলাম শাওন ও নারায়ণগঞ্জের শাওন প্রধানের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, যুব দলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, কেন্দ্রীয় নেতা মামুন হাসান, কামরুজ্জামান দুলাল, শফিকুল ইসলাম মিল্টন, ইসহাক সরকার, আজিজুর রহমান আজিজসহ দুই জেলার যুবদল নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত হন জেলার যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন এবং এর আগে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন নারায়ণগঞ্জের যুবদল কর্মী শাওন প্রধান।

সারাবাংলা/এজেড/পিটিএম

বিএনপি

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর