বিদ্যুৎস্পৃষ্টে ডিপিডিসির ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
১১ অক্টোবর ২০২২ ১৩:০১
ঢাকা: রাজধানীর ডেমরায় বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শাহীন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ইলেক্ট্রিশিয়ান ছিলেন।
মঙ্গলবার (১১অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ডেমড়ার সারুলিয়া আমতলায় এই ঘটনাটি ঘটে।
শাহীন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্য ভাঙ্গা মোড় গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি ডেমরার সারুলিয়া এলাকায় থাকতেন।
ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে শাহীন ডেমড়া সারুলিয়ার আমতলায় বিদ্যুতের খুটির ওপরে দাঁড়িয়ে কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে মুমূর্ষ অবস্থায় দেলোয়ার হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে শাহীনকে মৃত্যু ঘোষণা করেন।
ইঞ্জিনিয়ার জানান, তিনি ও শাহীন একসঙ্গে ডিপিডিসিতে কাজ করতেন।
ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ