Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ দিন পর খোঁজ মিলেছে সেই শফিকুলের

ইবি করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২২ ১৩:২৫

ব্রাহ্মণবাড়িয়া: ১২ দিন পর সন্ধান মিলেছে ভুল ট্রেনে উঠে নিখোঁজ হওয়া শফিকুল ইসলামের (৪৬)।

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর কাকরাইল এলাকার এক দোকানদার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সঙ্গে ছবির মিল পেয়ে স্বজনদের জানান। পরে স্বজনরা শফিকুলকে বাড়িতে নিয়ে আসেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) শফিকুলের বাবা মহসিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন। গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তিনি বলেন, ‘কাকরাইলের এক দোকানদার নিউজে ছবি দেখে আমার ছেলেকে চিনতে পারেন। এরপর তিনি আমাদের জানালে আমরা শফিকুলকে বাড়িতে নিয়ে এসেছি।’

শফিকুল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ভাদুগর গ্রামের মহসিন মিয়ার বড় ছেলে। গত ২৯ অক্টোবর শফিকুল তার ছোট ভাই রুবেলের সঙ্গে ট্রেনে (চট্টলা) ঢাকা যাওয়ার উদ্দেশে বের হন। কিন্ত শফিকুল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ভুলে অন্য ট্রেনে (তিতাস) উঠে পড়েন। এরপর থেকে তিনি নিখোঁজ হন।

সারাবাংলা/ইআ

সন্ধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর