Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২২ ১৩:৫৮

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীতে ইলিশ শিকার করায় দুই জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।

দণ্ডিত জেলেরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের শোয়েব হাওলাদার (২৭) ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের মো. মাছুম হাওলাদার (২৬)।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এদিন উপজেলা মৎস্য অফিস এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সুগন্ধা ও বিষখালী নদীতে যৌথ অভিযান চালানো হয়। এ অভিযানে সুগন্ধা নদীর অনুরাগ এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। এ জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে সুগন্ধা এবং বিষখালী নদীতে অভিযান চালাচ্ছি। নিষেধাজ্ঞা অমান্যকারী কোনো জেলেকে ছাড় দেওয়া হবে না।’

সারাবাংলা/ইআ

ইলিশ ধরায় দণ্ড নিষেধাজ্ঞা অমান্য

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর