Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান নাছিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২২ ২১:০৫

চট্টগ্রাম ব্যুরো: মহাসমাবেশের নামে চট্টগ্রামে সাংঘর্ষিক কোনো পরিস্থিতি সৃষ্টি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বৃটিশবিরোধী সংগ্রামী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত পুলিন দে’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ আহ্বান জানান। নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ কর্মসূচি আছে। এর একদিন আগে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে এ আহ্বান এলো। সোমবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে সংবাদ সম্মেলন করে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়।

পুলিন দে’র স্মরণসভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘পুলিন দে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন। তিনি কোনো অপশক্তিকে পরোয়া করেননি। এই শিক্ষাটা আমরা তার কাছ থেকে পেয়েছি। অপশক্তি নির্মূলে আমরা অপরাজেয় শক্তি। কোনো অপশক্তির কাছে আওয়ামী লীগ মাথা নত করে না।’

বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি না করে বিএনপি রাজপথে থাকলে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু অতীতের মতো নাশকতা ও ধ্বংসাত্মক অরাজকতায় তারা যদি জনগণকে জিম্মি করে, তাহলে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমরা যেকোনো অপরাজনীতি ও নাশকতাকে জনগণকে নিয়েই প্রতিহত করব। এবং রাজপথ শান্তিকামী মানুষের দখলেই থাকবে।’

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান ও হাসান মাহমুদ হাসনী, দফতর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী।

সারাবাংলা/আরডি/পিটিএম

আ জ ম নাছির উদ্দীন পুলিন দে বিএনপি

বিজ্ঞাপন

নতুন প্রেমে মালাইকা!
২৫ নভেম্বর ২০২৪ ১৮:২৭

আরো

সম্পর্কিত খবর