Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত বাংলাদেশ

সারাবাংলা ডেস্ক
১১ অক্টোবর ২০২২ ২২:২৫

ঢাকা: জাতিসংঘ মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০২৩-২৫ মেয়াদের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ হলে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ১৮৯টি ভোটের মধ্যে ১৬০টি ভোট পায় বাংলাদেশ। ভোটাভুটির সময় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গ্রুপে বাংলাদেশ সর্বোচ্চ ভোট পেয়েছে। এই অঞ্চলের জন্য এ কাউন্সিলে চারটি সদস্য পদে ভোট হয়। চারটি আসনের বিপরীতে বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করে আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। নির্বাচনে মালদ্বীপ ১৫৪টি, ভিয়েতনাম ১৪৪টি, কিরগিজস্তান ১২৬টি, দক্ষিণ কোরিয়া ১২২টি ভোট পেয়েছে।

আজকের ভোটাভুটিতে নতুন করে ১৪টি দেশ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের ৪৭ সদস্যের এই সংস্থায় এ নিয়ে পঞ্চমবারের মতো সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ। এর আগে, চার মেয়াদে ২০০৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল।

সারাবাংলা/আইই/পিটিএম

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর