Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে ফিশিং ট্রলার ডুবে নিখোঁজ ৬

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২২ ১৫:১৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারের অন্তঃত ছয়জন নাবিক নদীতে পড়ে নিখোঁজ আছেন বলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার সি-রিসোর্স ঘাট বরাবর সংলগ্ন বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নৌ পুলিশ জানিয়েছে।

নিখোঁজ ছয়জন হলেন- ওই ট্রলারের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, সেকেন্ড অফিসার জহিরুল ইসলাম, চীফ অফিসার মো. সাইফুল ইসলাম, গ্রীজার প্রদীপ চৌধুরী, ফিস মাস্টার জহির উদ্দিন এবং ডক সদস্য রহমত।

জানা গেছে, ডুবে যাওয়া ‘এমবি মাগফেরাত’ নামের ট্রলারটি র‌্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন। গত (মঙ্গলবার) রাত দেড়টার দিকে মেরামতের জন্য ট্রলারটি সী-রিসোর্স ডকে তোলা হচ্ছিল। ট্রলারে মোট ১৫ জন নাবিক ছিল। এর মধ্যে ৯ জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলারের নাবিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ট্রলারটি ডকে তোলার সময় হঠাৎ এর প্রপেলার (পাখা) খুলে যায়। তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা বয়া এবং আরও কয়েকটি ফিশিং ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।’

জাহাজের চীফ ইঞ্জিনিয়ার মো. সোলায়মানের বরাত দিয়ে ওসি একরাম জানান, ট্রলারে থাকা ১৫ জন নাবিকের মধ্যে ছয়জন নদীতে তলিয়ে গেছে। সোলায়মানসহ নয়জন বিভিন্নভাবে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

এদিকে খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে দুপুর পর্যন্ত তারা তল্লাশি কার্যক্রম শুরু করতে পারেননি।

ঘটনাস্থলে থাকা নগরীর নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী সারাবাংলাকে বলেন, ‘নদীতে প্রচুর স্রোত। আমরা এখনও কাজ শুরু করতে পারিনি। তবে আমাদের প্রস্তুতি আছে। বিভিন্ন সংস্থার উদ্ধারকারী নৌযান আনা হয়েছে। নিখোঁজের বিষয়ে একেকজন একেক তথ্য দিচ্ছেন। তবে নিখোঁজের সংখ্যা চার থেকে ছয়জনের মধ্যে হবে, এটা নিশ্চিত।’

সারাবাংলা/আরডি/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর