সিরাজগঞ্জে পুলিশের গাড়িতে ছিনতাই
১২ অক্টোবর ২০২২ ১৬:৩৪
সিরাজগঞ্জ: বগুড়ার সোনাতলা থানা পুলিশের একটি টিম ঢাকায় কাজ শেষে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ছিনতাইকারীর কবলে পড়েছিল। এ সময় ছিনতাইকারীরা মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
বুধবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের এসপি বলেন, ‘বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার মোড় এলাকায় পৌঁছলে রাত আড়াইটার দিকে তিন/চার জন ছিনতাইকারী তাদের গাড়ি থামিয়ে দু’টি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হননি।’
জেলা কড্ডার মোড় এলাকাটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এরিয়া মধ্যে। কিন্তু এ ঘটনার কিছুই তারা জানে না। এ বিষয়ে জানতে চাইলে আরিফুর রহমান মণ্ডল বলেন, ‘বিষয়টি আমি দেখব। রাতে মহাসড়কে পশ্চিম থানা পুলিশের টহল গাড়ি কোথায় ছিল বিষয়টি খতিয়ে দেখা হবে।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
হাইওয়ে পুলিশের বগুড়া রিজোনের পুলিশ সুপার বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। আমাদের হাইওয়ের পুলিশের সঙ্গে এমন কোনো ঘটনাই ঘটেনি।’
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাদ্দেক হোসেন বলেন, ‘পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনো ঘটনা আমার জানা নেই। তবে খোঁজ-খবর নেওয়া হবে।’
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, ‘হাইওয়ে পুলিশের সঙ্গে ছিনতাই বা ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। এমন কোনো ঘটনা ঘটেছে কি না তাও আমি জানি না। আমাদের এরিয়া নলকা সেতু পর্যন্ত। তার বাইরে কোনো ঘটনা ঘটলে সেটা পশ্চিম থানার।’
সারাবাংলা/পিটিএম