Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যখাতে শুদ্ধি অভিযান শুরু: স্বাস্থ্যের এডিজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২২ ১৮:০২

রংপুর: স্বাস্থ্যখাতের সব ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা নির্মূলে রংপুর বিভাগ থেকেই শুদ্ধি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। বুধবার (১২ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় অসাধু চক্র বা সিন্ডিকেট যতই শক্তিশালী হোক কারও কাছেই রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল জিম্মি থাকবে না বলে জানান ডা. আহমেদুল কবীর।

বিজ্ঞাপন

স্বাস্থ্যের এডিজি বলেন, ‘হাসপাতালের কিছু বিপথগামী কর্মচারী প্রতারণার আশ্রয় নিয়ে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তিতে ফেলেছিল তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ভবিষ্যতেও প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে বা ঢাকামুখি যাতে না হতে হয় সে ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান তিনি।

ডা. আহমেদুল কবীর বলেন, ‘রংপুর বিভাগ থেকেই শুদ্ধি অভিযান শুরু হবে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপিসহ সবার সঙ্গে কথা বলা হয়েছে। এবার অভিযান অব্যাহত থাকবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হবে মডেল হাসপাতাল। যেখানে সাধারণ মানুষসহ সবাই ভালো চিকিৎসা পাবে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসাসেবা একটি টিম ওয়ার্ক। এতে কোথাও সমস্যা হলে চিকিৎসা ব্যাহত হবে। তাই মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা কারও কাছে জিম্মি থাকবে না। আমরা এরই মধ্যে জিম্মিকারী সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বদলি করেছি, আরও বদলি হবে। এটা অব্যাহত থাকবে।’

এ সময় কলেজ অধ্যক্ষ ডা. বিমল চন্দ্র রায়, উপাধ্যক্ষ ডা. মাহাফুজার রহমান, হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসান, সাবেক অধ্যক্ষ ও বিএমএ নেতা ডা. নুরুন্নবী লাইজু, বিএমএ নেতা ডা. মামুনুর রশীদসহ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

ডা. আহমেদুল কবীর শুদ্ধি অভিযান স্বাস্থ্যখাত

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর