Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২২ ১৮:৩৫

রংপুর: রংপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে নির্বাচনের ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (১২ অক্টোবর) নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ এনে মোছাদ্দেক হোসেন বাবলুর প্রার্থীতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রির্টানিং কর্মকতা ও জেলা প্রশাসক আসিব আহসানের কাছে লিখিত আবেদন দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ।

বিজ্ঞাপন

আবেদনে তিনি জানান, প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোছাদ্দেক হোসেন ভোটার প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়ে নির্বাচন ফলাফল তার পক্ষে নেওয়ার চেষ্টা করছে। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ফাঁস হলে টাকা দিয়ে ভোট কেনার বিষয়টি সামনে আসে।

ইলিয়াস আহমেদ বলেন, ‘টাকা দিয়ে যদি ভোট কেনা হয় তাহলে তো রাজনীতি করার আর কিছু নেই।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করেন।

সারাবাংলা/ইআ

অভিযোগ জেলা পরিষদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর