Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে জাহাজডুবি, নিখোঁজ ৬

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২২ ২২:২০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে বঙ্গোপসাগরে পাথরবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। জাহাজটির ছয়জন নাবিক নিখোঁজ আছেন বলে কোস্টগার্ড জানিয়েছে।

বুধবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরীর পতেঙ্গার কাটগড়ে চরপাড়া ঘাটের অদূরে সাগরে জাহাজটি ডুবে গেছে।

কোস্টগার্ডের পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট আল আমিন সারাবাংলাকে জানিয়েছেন, কর্ণফুলী নদীর ঘাট থেকে পাথরবোঝাই করে জাহাজটি বন্দর সীমানা অতিক্রম করে বর্হিনোঙ্গরে পৌঁছায়। চলন্ত অবস্থায় ‘এমভি সুলতান সানজানা’ নামে জাহাজটির সঙ্গে আরেকটি লাইটারেজ জাহাজের ধাক্কা লাগে। এতে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ নিয়ে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

‘জাহাজটিতে মোট ৯ জন ছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করি। ছয়জন এখনও নিখোঁজ আছেন। আমরা বেশিক্ষণ উদ্ধার অভিযান চালাতে পারিনি। অন্ধকার হয়ে আসায় কাজ স্থগিত করতে হয়। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।’- বলেন লেফটেন্যান্ট আল আমিন

বর্হিনোঙ্গরে জাহাজডুবির কারণে অন্যান্য জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর