Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছ কাটার অভিযোগে পৌর কাউন্সিলর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২২ ২৩:৩৯

ঠাকুরগাঁও: জেলার পৌর শহরের শান্তিনগর মহল্লার জাগরণী ক্লাব এলাকায় পৌরসভার মালিকাধীন গাছ কাটার অভিযোগে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) সাড়ে বিকেল ৫টার দিকে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গত শনিবার (৭ অক্টোবর) বনবিভাগের অনুমোদন ও টেন্ডার ছাড়াই পৌর শহরের শান্তিনগর মহল্লায় জাগরণী ক্লাব এলাকায় পৌরসভার মালিকানাধীন মেহগুনি গাছ কাউন্সিলর জমিরুলের ইন্ধনে চাঁন মিয়াসহ কয়েজন মিলে কেটে ফেলে। যার আনুমানিক মূল্য প্রায় ৯০ হাজার টাকা।

পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষকে খবর দিলে রোববার (৮ অক্টোবর) পুলিশ গিয়ে গাছটি জব্দ করে পৌরসভায় নিয়ে যায়। পরে ঠাকুরগাঁও পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। পুলিশের তদন্তে পৌর কাউন্সিলরের সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন বলেন, ‘গাছ কাটার অভিযোগে দায়ের করা মামলায় জমিরুল ইসলামকে পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

গ্রেফতার পৌর কাউন্সিলর

বিজ্ঞাপন

বিশেষ অতিথি অপি করিম
১ মে ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর