Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু জন্মের মিষ্টি বিতরণ নিয়ে কথা কাটাকাটি, কাঠমিস্ত্রি খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ০০:০০

ফাইল ছবি

বগুড়া: জেলার ধুনটে শিশু জন্মের মিষ্টি বিতরণ নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিবেশির লাঠির আঘাতে আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডোহরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন পশ্চিম গুয়াডোহরী গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন।

জানা গেছে, আলমগীরের ভাতিজা সজীবের কন্য সন্তান জন্ম নেওয়ায় সোমবার রাত ৯টার দিকে আত্মীয়-স্বজনদের মাঝে মিষ্টি বিতরণ করা হচ্ছিল। আলমগীরের বাড়িতে মিষ্টি বিতরণকালে কম পড়ে। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে সজীবের সঙ্গে আসা লোকজন আলমগীর হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলমগীরের মৃত্যুর খবরে ভাতিজা সজীবসহ জড়িত অন্যান্যরা পালিয়ে গেছে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ‘রাতের আলমগীরের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/পিটিএম

কাঠমিস্ত্রি খুন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর