Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খালপাড় থেকে নারীর লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ১৩:০২

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে খালের পাড় থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর সড়কে খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। শাড়ি পরিহিতা ওই নারীকে খালপাড়ে মৃত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) মুকুর চাকমা সারাবাংলাকে বলেন, ‘স্থানীয় লোকজন কেউ মৃত নারীটিকে চিনতে পারছে না। সুরতহালে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমাদের ধারণা জোয়ারের পানিতে লাশটি ভেসে এসেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ইআ

নারীর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর